সুশোভন সিংহ; বালুরঘাট:- বড়সড় ডাকাতির ছক বানচাল করলো হরিরামপুর থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিভিন্ন অস্ত্র।
আবার বড় সাফল্য পেল হরিরামপুর থানার পুলিশ। ২ই জানুয়ারি রাত্রি ১০.৩০ মিনিট নাগাদ এক বেনামী ফোন মারফত পুলিশ জানতে পারে হরিরামপুর থানার খারুয়া এলাকায় কিছু সন্দেহভাজন ব্যক্তি একত্রিত হয়েছে। এই খবর পাওয়া মাত্র আইসি অভিষেক তালুকদার এস আই শুভঙ্কর চক্রবর্তী এবং তার টিমকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। সেই মত এস আই চক্রবর্তী এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে রাত্রি ১১:২০ মিনিট নাগাদ পৌঁছায়। পুলিশকে দেখে দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ৩ জনকে আটক করে।
জিজ্ঞাসাবাদে ওই ৩ ব্যক্তি স্বীকার করেছেন যে তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। এছাড়াও পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যাও কিছু ব্যক্তির নাম উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায় ওই ৩ ব্যক্তির নাম যথাক্রমে, ১)আনারুল হক (২০) বাড়ি উত্তর দিনাজপুর জেলার রসোখোয়াতে। ২)তুষার আহমেদ (২২) বাড়ি উত্তর দিনাজপুর জেলার রসোখোয়া। ৩)ইউনাস নবী (৩৪) বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায় হরিরামপুর থানার কানাইপুর এলাকায়। ঘটনাস্থল থেকে রামদা, লোহার শাবল, লঙ্কার গুঁড়ো এবং চারটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে ৩ অভিযুক্তকে আদালতে পেশ করেছে হরিরামপুর থানার পুলিশ।