মালদা;তনুজ জৈন;২৩ডিসেম্বর: সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর কে অপমানের অভিযোগে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে প্রকাশ্য মঞ্চ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেলাগাম আক্রমণ রাজ্যের মন্ত্রী এবং ব্লক তৃণমূল সভাপতির। গুজরাট দাঙ্গার মূল নায়ক, দাঙ্গাবাজ এবং গুণ্ডা বলে আক্রমণ। দুই টাকার অযোগ্য নেতারা কুরুচিকর মন্তব্যই করবে পাল্টা খোঁচা বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য-জুড়ে প্রতিটি ব্লকে আম্বেদকার কে অপমানের অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে ব্লকে ব্লকে এদিন প্রতিবাদ কর্মসূচি হয় তৃণমূলের।
তার অঙ্গ হিসেবেই মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুর সদরে শহীদ মোড়ে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। প্রথমে সমগ্র হরিশ্চন্দ্রপুর জুড়ে একটি প্রতিবাদ মিছিল পরিক্রমা করে। পরবর্তীতে শহীদ মোড়ে হয় ধিক্কার সভা। সেখানে মঞ্চ থেকে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন গুজরাট দাঙ্গার মূল মাথা ছিলেন অমিত শাহ। তিনি একজন দাঙ্গাবাজ। আরো একধাপ এগিয়ে মন্ত্রীর পাশে দাড়িয়েই ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গুন্ডা বলে বেলাগাম আক্রমণ করেন। সংবাদ মাধ্যমের সামনেও জিয়াউর রহমান দাবি করেন অমিত শাহ গুজরাট দাঙ্গায় জেল খেটেছেন। উনি একজন গুন্ডা তাই গুন্ডা বলেছেন। আর বি আর আম্বেদকার কে নিয়ে উনি যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটা একজন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে করতে পারেন না। তাই ওনার পদত্যাগের দাবি জানিয়েছি। এই মন্তব্য সামনে আসতেই বিজেপির অভিযোগ তৃনমূলের উপর থেকে নিচুতলা সন্ত্রাসবাদিতে ভর্তি। অযোগ্য দু টাকার নেতারা তাই এই ধরনের মন্তব্য করছে। মন্তব্য পাল্টা মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।