মালদা;তনুজ জৈন;২৬ডিসেম্বর: ফের এলাকায় প্রকাশ্যে মাটি মাফিয়াদের দৌরাত্ম।অবৈধ ইটভাটা এবং বিহারে চড়া দামে মাটি পাচারের জন্য চাষীদের উপর কোপ। চলছে নিয়ম না মেনে দেদার মাটি কাটা। ব্যাপক ক্ষতির মুখে চাষিরা।মাটি কাটা বন্ধের দাবিতে জমিতেই বিক্ষোভ চাষীদের। কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি মদতে দৌরাত্ম্য বাড়ছে মাটি মাফিয়াদের অভিযোগ তৃণমূলের। পাল্টা কংগ্রেস। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা রামপুরের ঘটনা। ওই এলাকায় চাষের জমিতেই চলছে মাটি কাটার কাজ। জমির মালিক এই জমি এক চাষীকে দিয়ে ছিলেন লিজে। তার অনুমতি ছাড়াই জমির মালিক মাটি মাফিয়াদের কাছে বিক্রি করেছেন মাটি। সেখানে ডিসিআর কাটা হলেও প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেদারে চলছে মাটি কাটার কাজ। ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের জমির চাষীরা। কিন্তু হুঁশ নেই প্রশাসনের। চাষীদের অভিযোগ টাকার বিনিময়ে এই ভাবে মাটি কাটার অনুমতি দেওয়া হচ্ছে।সেই মাটি এলাকার বিভিন্ন অবৈধ ইটভাটায় যাচ্ছে।আবার পার্শ্ববর্তী বিহারেও মাটি পাচার হচ্ছে চড়া দামের বিনিময়ে। তবে শুধু এই এলাকা নয় পার্শ্ববর্তী হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় এই ভাবে চলছে দৌরাত্ম্য।এদিকে এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। তৃণমূলের অভিযোগ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি কংগ্রেস সিপিএম জোট পরিচালিত। ভূমি দপ্তর কংগ্রেসের হাতে। তাদের মদতে এই বেনিয়ম হচ্ছে। পাল্টা সাফাই দিয়েছে কংগ্রেস। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।