মালদা: রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় দলবল নিয়ে পূজো চলাকালীন এলাকার জাগ্রত রক্ষাকালী মন্দিরে দলবল নিয়ে চড়াও তৃণমূল নেতা। পূজাতে বাধাদান। মন্দির কমিটির সদস্য এবং পুরোহিতের উপর চড়াও। মহিলা সদস্যাদের কেও মারধর। অশ্লীল ভাষায় গালিগালাজ। মন্দিরে থাকা বলির খর্গ নিয়ে আক্রমণের চেষ্টা। ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ব্যাপক ক্ষোভ এলাকায়। থানায় লিখিত অভিযোগ দায়ের। বাংলাদেশ করতে চাইছে তৃণমূল আক্রমণ বিজেপির। দল পাশে নেই প্রশাসন ব্যবস্থা নেবে সাফাই তৃণমূলের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কাবুয়া রোডে জাগ্রত কাবুয়া মা রক্ষা কালীমন্দিরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মন্দির কমিটির অভিযোগ হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য বাবলু কর্মকার মদ্যপ অবস্থায় রাতে মন্দিরে পূজো চলাকালীন দলবল নিয়ে চড়াও হন। মন্দির কমিটির সদস্য হরিকান্ত মাহাতোকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিতে থাকেন। মন্দিরে থাকা বলির খর্গ নিয়ে মারতে উদ্যত হন। পুরোহিত কেউ গালিগালাজ করেন। সেই সময় তাকে বাধা দিতে গেলে তিনি এবং তার দলবল মারধর শুরু করেন।এমনকি সেই সময় পূজো চলাকালীন যে মহিলারা উপস্থিত ছিলেন তাদেরকেও মারধর এবং গালিগালাজ করেন। সমগ্র ঘটনা নিয়ে মন্দির কমিটি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিজেপির হুশিয়ারি পুলিশ গ্রেপ্তার না করলে এলাকাবাসীকে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।যেটা অভিযোগ সেটা সত্যি হলে প্রশাসন এবং দল পদক্ষেপ নেবে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও এই তৃণমূল নেতাকে নিয়ে বিতর্ক নতুন নয়। এর আগেও জমি দখল থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় নাম জড়িয়ে ছিল এই বাবলু কর্মকারের। এক্ষেত্রে দল কি পদক্ষেপ নিচ্ছে সেটাই দেখার বিষয়।