মালদা;তনুজ জৈন;২০নভেম্বর: রাস্তার কাজ পরিদর্শন নিয়ে ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ। যে রাস্তার কাজে উঠে ছিল দুর্নীতির অভিযোগ। উঠে আসছিল পিচের চাঙর। সিডিউল না টাঙিয়ে রাতের অন্ধকারে কাজ নিয়ে বিক্ষোভ দেখিয়ে ছিল এলাকাবাসী। দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। সেই রাস্তার কাজ পরিদর্শন নিয়ে এবার ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে ক্ষোভ।খবরের জেরে রাস্তা পরিদর্শনে এসে ঠিকাদারের পক্ষেই সওয়াল ইঞ্জিনিয়ারদের। ভাগ নিতে এসে ছিল ইঞ্জিনিয়াররা বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর। মন্ত্রীর ভাইয়ের বাড়ির সামনের রাস্তা। তারপরও প্রতিবাদ নেই। কারণ কাটমানির ভাগ পেয়েছে তৃণমূল দাবি বিজেপির। সিডিউল টাঙিয়ে কাজ হোক, এলাকাবাসীর পক্ষেই সওয়াল তৃণমূলেরও। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় হাসপাতালগামী এক কিলোমিটার রাস্তা কোটি টাকা অর্থব্যয়ে সংস্কার হচ্ছে। কিছু দিন ধরেই এই রাস্তার কাজ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে এলাকায়। যে ঘটনা বারবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। এলাকাবাসী অভিযোগ তুলে নিম্নমানের সামগ্রী দিয়ে সিডিউল না টাঙিয়ে রাতের অন্ধকারে কাজ করছে ঠিকাদারি সংস্থা। বিজেপি অভিযোগ করে তৃণমূল নেতার কাছ থেকে সামগ্রী কিনে নিম্নমানের কাজ করছে ঠিকাদার। সোমবার রাতেও কাজ নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। তারপর খবরের জায়গায় কাজ পরিদর্শনে আসে একঝাক ইঞ্জিনিয়ার। কিন্তু তারা চুপিসারে এসে চলে যায়। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কাজ ভালো হচ্ছে বলে দাবি করে। আর এতেই আরো ক্ষোভ ছড়ায় এলাকায়। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা তৃণমূল নেতা জম্মু রহমানের বাড়ির সামনে এই রাস্তার কাজ। বিজেপির দাবি তারপরও এত খারাপ কাজ কি ভাবে হচ্ছে? কারণ ভাগ পাচ্ছে তৃণমূল। যদিও ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান সিডিউল টাঙিয়ে যাতে কাজ হয় সেই দাবি করেছেন।