দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মুক্ত মঞ্চে ১৫৫ তম গান্ধী জন্ম জয়ন্তী উপলক্ষে স্বচ্ছতা দিবস পালিত হল । গান্ধী মুর্তিতে ফুলের মালা ও প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে স্বচ্ছতা দিবস কর্মসূচির শুভ সূচনা করা হয়। এদিন এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে, দঃদিনাজপুর জেলার আধিকারিক কৌশিক পাল দঃদিনাজপুর জেলার পরিষদ সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি মারিয়াম মার্ডি, কুশমন্ডি পাঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস সহ আরো অনেকেই।
এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর তথা কুশমন্ডির ঐতিহ্য মখা নৃত্য পরিবেশন করা হয়। এর পাশাপাশি ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্বচ্ছতা দিবসকে সামনে রেখে বিডিও ড, নয়না দের উদ্যোগে কুশমন্ডির বিভিন্ন দুর্গাপুজো উদ্যোক্তাদের নিয়ে পথ মিছিল করা হয়।
এই বিষয়ে কুশমন্ডি ব্লকে বিডিও ডক্টর নয়না দে বলেন, স্বচ্ছতা দিবস উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। কুশমন্ডি ব্লক থেকে মুখা শিল্পীদের নিয়ে রেলী করা হয়।