চাঁচল: ঠিক যেমন কলকাতার কাছে দুর্গাপুজো, চন্দননগরের কাছে জগদ্ধাত্রী পুজো তেমনি মালদার চাচলের কলিগ্রামের মানুষের কাছে কালীপুজো। গ্রামের নামকরণ গ্রামের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে মা কালী। একদিকে যেমন থানের ঐতিহ্যবাহী পুজো। অন্যদিকে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ক্লাবের বিগ বাজেটের পুজো। যে পুজোগুলিকে কেন্দ্র করে অন্যতম আকর্ষণ থেকে চাচল বাসীর। তার মধ্যে অন্যতম কলিগ্রাম ঝংকার ক্লাব। এবার কলিগ্রাম ঝংকার ক্লাবের সুবর্ণজয়ন্তী উদযাপন। এদিন খুঁটি পূজার মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল। পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। সাম্প্রতিককালে নারী নির্যাতনের ঘটনা থাকছে থিমে। আলোকসজ্জাতেও থাকছে চমক। এছাড়াও পূজো উপলক্ষে থাকছে ছয় দিন অনুষ্ঠান। যেখানে জি বাংলা সারেগামাপা, আকাশ ৮, স্টার জলসার মতো চ্যানেলের রিয়ালিটি শোয়ের খ্যাতনামা সংগীত শিল্পীরা থাকবে। মশাল মিছিলের মাধ্যমে হবে প্রতিমা আনয়ন। পুজোর পরের দিন অন্ন ভোগ বিতরণ করা হবে। মন্ডপশয্যার দায়িত্বে থাকছে গৌতম গাঙ্গুলী।দেবী প্রতিমা তৈরি করছেন লালু পাল।
কলিগ্রাম ঝংকার ক্লাবের কালী পূজোয় সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি শুরু খুঁটি পূজার মধ্যে দিয়ে
অক্টোবর ১৮, ২০২৪
0
Tags