মালদা;তনুজ জৈন;১৭অক্টোবর: আপনার নিউজের খবরের জের মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুরে কালীপুজোর বৈঠকে চটুল নাচের আসর এবং জুয়া খেলার বিরোধিতা নিয়ে ধন্দুমার কাণ্ডের ঘটনায় এবার টুইট করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।টুইটে তিনি অভিযোগ করেন কালী পুজোয় চটুল নাচের আসরের বিরোধিতা করা নিয়ে স্থানীয় যুবককে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপার নিয়ে নীরব যেহেতু পুলিশ দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। রাজ্যকে ভয় মুক্ত করতে না পারলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন তিনি এই টুইটে।
Brutal attack on protesters opposing obscene dance during Kali Puja in Mahendrapur, Malda! Local residents beaten with iron rods & sharp weapons, allegedly by ruling party-backed goons.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 16, 2024
Shameful silence from the CM as police protect perpetrators. How long will Bengal's voices… pic.twitter.com/EQ8uRxNjvG
প্রসঙ্গত এই মহেন্দ্রপুর এলাকায় তৃণমূলের ছাত্রনেতা বিমান ঝাঁর মদতে বিগত চার বছর ধরে কালীপুজো উপলক্ষে বসত অশ্লীল চটুল নাচের আসর। সাথে জুয়া খেলা। এবার যাতে বন্ধ হয় তাই স্থানীয়রা থানায় অভিযোগ দায়ের করে ছিলেন। সেই কারণেই কালীপুজোর বৈঠকে বিমান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অবিনাশ দাস এবং তার ভাই প্রিন্স দাস স্থানীয় এক যুবককে বেধড়ক মারধর করে। যার শারীরিক অবস্থা এখনো সংকটজনক। এমনকি তৃণমূল নেতা বিমান ঝার দাদা যিনি পেশায় গ্রাম পুলিশ। তিনিও সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে গ্রামের মহিলারা অবিনাশের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করে। এবার এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদারের টুইট হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।