আপনার নিউজ ডেক্স:- সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রচন্ড ভাইরাল হচ্ছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ ঘরে মারামারি করছেন স্বামী-স্ত্রী। বেশি মার খাচ্ছেন স্বামীই। তাঁকে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছেন স্ত্রী। হঠাৎ স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলেন স্বয়ং ভগবান। এই ভিডিও ভাইরাল হতেই নানাজন নানান রকম মত প্রকাশ করছেন। ( ভিডিও সত্যতা যাচাই করেনি 'আপনার নিউজ')।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বদ্ধ ঘরে মারামারি করছেন স্বামী-স্ত্রী। বেশি মার খাচ্ছেন স্বামীই। তাঁকে মাটিতে ফেলে চুলের মুঠি ধরে পেটাচ্ছেন স্ত্রী। আত্মরক্ষার চেষ্টা করে স্বামী। এমন সময় বাড়়ির কলিংবেল বেজে ওঠে। সঙ্গে সঙ্গে স্বামীকে ছেড়ে দরজা খুলতে চলে যান স্ত্রী। স্বামীও সেই সুযোগে গা-হাত-পা ঝেড়ে মাটি থেকে উঠে পড়েন। একটি চেয়ারে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেন। ভাবখানা এমন, যেন কিছুই হয়নি। অন্য দিকে স্ত্রী দরজা খুলে অতিথিদের ভিতরে নিয়ে যান। কোন জায়গায় ঘটনাটি ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। পাশাপাশি, সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশের দাবি, পুরো ঘটনাটিই সাজানো। হাস্যরসের কারণেই ভিডিয়োটি ওই ভাবে বানানো হয়েছে।
Wholesome Kalesh b/w Husband and Wife
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 29, 2024
pic.twitter.com/q0IrGYW700
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল ‘ঘর কে কলেশ’ থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। গত ২৯ অগস্ট করা ভিডিয়োটি প্রায় ৫ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।