দিলদার আলী; আপনার নিউজ:- ১২ ঘন্টা বনধ প্রত্যাহার সত্ত্বেও দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের দৌলতপুরে সকালে কালনাগামী সরকারি বাসে চালানো হয় ভাঙচুর। এই ঘটনার ছেড়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। খবর দেওয়া হয় দমকলে। পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
ঘটনা উল্লেখ্য, বংশীহারী থানার আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টা প্রতিবাদে আদিবাসী সমাজের পক্ষ থেকে সোমবার ১২ ঘন্টা বনধ ডাকা হয়েছিল। তবে দক্ষিণ দিনাজপুর জেলাশাসক এবং পুলিশ সুপারের তত্ত্বাবধানে রবিবার আদিবাসী সমাজের প্রতিনিধিদের সাথে বিশেষ আলোচনার হয়। রবিবার দুপুরের পরে আদিবাসী সমাজের প্রতিনিধির পক্ষ থেকে জানানো হয় বিশেষ কিছু কারণে সোমবার ১২ ঘণ্টা বনধ প্রত্যাহার করছেন তারা।
তবে বনধের প্রচারে শুক্র ও শনিবার জেলা জুড়ে মাইকিং করা হয় আদিবাসী সমাজের পক্ষ থেকে। শেষ লগ্নে এসে বনধ প্রত্যাহার করাতে হয়তো এই খবরটি নিম্নমুল স্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি। যার ফলস্বরূপ দৌলতপুরে এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বঙ্গ পরিবহন সংস্থা এই বাসটি গঙ্গারামপুর থেকে কালনার দিকে যাচ্ছিল। সকালে আনুমানিক ৬.৩০ নাগাদ দৌলতপুরে বাসটিকে ১৫-১৬ জন থামিয়ে ড্রাইভারকে জোর করে নামিয়ে দেয়।এবং তারপরে গাড়ি দিতে ভাঙচুর চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, বাসটিতে আংশিক অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।