দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে দেউল গ্ৰাম পঞ্চায়েত তৃণমূল সদস্য ইন্দ্রিয় সরকার ৩১ আগষ্ট তৃণমূল অবস্থান বিক্ষোভ সমাবেশ যোগদান করতে আসছিলেন। কুশমন্ডিতে বিজেপি কার্যলয়ে নিয়ে গিয়ে তাকে মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করেন করেছিলেন বলে অভিযোগ। এরপর তৃণমূল গ্ৰাম পঞ্চায়েত সদস্য নিখোঁজ হয়ে জান। মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে, কোনমতে পরিবার সাথে যোগাযোগ করেন গত মঙ্গলবার।
পরবর্তীতে কুশমন্ডি থানায় পুলিশ প্রশাসন উদ্ধার পরিবার হাতে তুলে দেন । আজ কুশমন্ডি ব্লকের তৃণমূল কার্যালয়ে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় ও কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম হাত ধরে দেউল গ্ৰাম পঞ্চায়েত সদস্য ইন্দ্রিয় সরকার তৃণমূল কংগ্রেস যোগদান করলেন। এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া দেউল অঞ্চল সভাপতি নকুল রায় কুশমন্ডি পঞ্চায়েত সমিতি শিক্ষা কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকেই।এই বিষয়ে কুশমন্ডি বিধানসভা বিধায়িকা রেখা রায় বলেন, ঘরের ছেলে ঘরে ফিরল বিজেপি মাদক খাইয়ে নেশা গ্ৰস্থ্য অবস্থা বিজেপি যোগদান করেছিল আজ ভুল বুঝে পেরে আবার তৃণমূল ফিরল।
এই বিষয়ে যোগদানকারী গ্ৰাম পঞ্চায়েত সদস্য ইন্দ্রিয় সরকার বলেন, আমি তৃণমূল অবস্থান বিক্ষোভ কর্মসূচি আসছিলাম বিজেপি মেম্বার বিজেপি কার্যলয়ে নিয়ে গিয়ে বিজেপি যোগদান করিয়েছে। আজ কুশমন্ডি বিধানসভা বিধায়িকা হাত ধরে যোগদান করলাম তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কুশমন্ডি ব্লকে তৃণমূল সভাপতি করিমুল ইসলাম বলেন ইন্দ্রিয় সরকার তৃণমূল কংগ্রেস ছিলেন তৃণমূল কংগ্রেস আছে ইন্দ্রিয় সরকার বিজেপি অসামাজিক দল মদ্যপানের লোভ দেখিয়ে তৃণমূল মেম্বার নিয়ে ভুল বুঝিয়েছে। আজ ঘরে ছেলে ঘরে ফিরল।