দিলদার আলী; আপনার নিউজ:- আরজি কর ঘটনা এবং পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক ধর্ষণের প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বিডিও অফিসের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বুধবার বালুরঘাট বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব সভাপতি শুভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লক অফিসের সামনে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল বালুরঘাট বিডিও অফিস চত্বরে।
কুশমন্ডি ব্লকে বিজেপি কার্যলয়ে মিছিল শুরু করে কুশমন্ডি ব্লক পরিক্রমা করে কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কাছে ডেপুটেশন দেন। এর পাশাপাশি, কুশমন্ডি ব্লকে সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি সমর্থকরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দঃদিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায়, দঃদিনাজপুর জেলার বিজেপি সহ সভাপতি রঞ্জিত রায়, অজিত সরকার কুশমন্ডি মন্ডল সভাপতি রাজেশ সরকার কুশমন্ডি যুব মোর্চা সভাপতি মোহন্তস সাহ আরো অনেক।
এদিনের এই অবস্থান বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়। বিজেপির দাবি, শুধু আরজি কর নয় দক্ষিণ দিনাজপুর জেলায় একের পর এক আদিবাসী মহিলা ও নাবালিকার ধর্ষণের ঘটনা সামনে আসছে। কিন্তু পুলিশ প্রশাসন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না। এর প্রতিবাদও জানান বিজেপি নেতৃত্ব। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একজন মহিলা তখন রাজ্যে মা-বোনদের উপর অত্যাচারের বিচার কেন হবে না।