আরজিকর কান্ডের প্রতিবাদে থানার বিপরীতে ধর্ণা কর্মসূচি থেকে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসনকে বেলাগাম আক্রমণ সিপিএমের, ধর্ষণের ক্ষতিপূরণ নিয়ে মুখ্যমন্ত্রীর কালো হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি, থানায় দালাল চক্র চলছে বলে কটাক্ষ, নাম না করে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রীকেও নিশানা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ-শ্রীলঙ্কা হলে পালাবে তৃণমূল নেতারা, পাল্টা বাম আমলের প্রসঙ্গ টেনে আক্রমণ তৃণমূলের, তুঙ্গে রাজনৈতিক তরজা।
মালদা;তনুজ জৈন;০৫সেপ্টেম্বর: আরজিকর কান্ডের প্রতিবাদে ধর্ণা কর্মসূচি থেকে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনকে বেলাগাম আক্রমণ সিপিএমের। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কালো হাত ভেঙ্গে দেওয়ার হুঁশিয়ারি।নাম না করে স্থানিয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীকে ব্যাপক আক্রমণ। পুলিশ নিরপেক্ষ থাকলে মানুষ তৃণমূল নেতাদের ল্যাম্প পোস্টে বেঁধে মারবে। এমনটাও হুশিয়ারি। থানার বিপরীতে প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশকেও এক হাত। থানা কে দালাল চক্র বলে কটাক্ষ। পাল্টা বাম আমলে ঘটে যাওয়া ধানতলা বানতলার প্রসঙ্গ সামনে এনে সিপিএমকে কটাক্ষ তৃণমূলের। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় আরজিকর কান্ডের প্রতিবাদে সিপিএমের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে থানার বিপরীতে ধর্ণা কর্মসূচি করেন সিপিএম নেতৃত্ব।সেখান থেকেই তৃণমূলকে একের পর এক আক্রমণ সানিয়েছে সিপিএম। কিছু দিন আগে আরজিকর কান্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে বিরোধীদের খুঁটিতে বেঁধে রাখার নিদান দিয়ে ছিল তৃণমূল নেতা-নেত্রীরা। এদিন তার পাল্টা জবাব দিয়েছে সিপিএম।বেলাগাম আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। মঞ্চ থেকে সিপিএম নেতারা বলেন যে মুখ্যমন্ত্রী ধর্ষিতাকে টাকার অঙ্কে ক্ষতিপূরণ দিয়ে বিচার দিতে চাইছে। সেই মুখ্যমন্ত্রীর কালো হাত ভেঙে দিতে হবে।
তৃণমূলের বক্তব্য প্রসঙ্গে পাল্টা সিপিএম নেতারা বলেন তৃণমূল যদি মনে করে আমাদের গাছে বেঁধে মারবে তবে মানুষের জন্য আন্দোলন করতে মার খেতে ভয় নেই। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ শ্রীলংকা হওয়ার পথে এগোচ্ছে। সরকার চলে গেলে মানুষ এদের কি করবে ভাবতে পারছে না। পালিয়ে বাঁচতে হবে তখন এদেরকে। সাথে নাম না করে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রসঙ্গে বলেন হরিশ্চন্দ্রপুর মন্ত্রী পাওয়ার পর আরো দুর্নীতি বেড়েছে। সন্ত্রাস বেড়েছে। থানায় তৃণমূল নেতারা দালাল চক্র তৈরি করেছে। পুলিশ সম্পূর্ণ নির্লজ্জ। যদিও সিপিএমের এই বক্তব্য প্রসঙ্গে পাল্টা তৃণমূলের দাবি সিপিএম এখন ঘোলা জলে রাজনীতি করছে। তৃণমূল প্রকৃত বিচার চাইছে। বাম আমলের সব ঘটনা মানুষ মনে রেখেছে। মানুষ এদের জবাব দিচ্ছে।