দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলা DPSC চেয়ারম্যান সন্তোষ হাসদার উদ্দ্যেগে আজ ২৬ শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের ২০৪ তম জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি রক্ত দান শিবির আয়োজন করা হয়। সেই রক্ত দান শিবিরে কুশমন্ডি চক্রের তরফ থেকে ১০ জন শিক্ষক শিক্ষিকা রক্ত দান করেন।
এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কুশমন্ডি পইনালা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদার রহমান, চৈতালী নন্দী, অরুন সরকার অভিজিৎ মিশ্রা উৎপল বিশ্বাস সহ অনেকেই। এই কর্মসূচির বিষয়ে শিক্ষক সাজেদার রহমান আমাদের জানান, আজ বিদ্যাসাগর জন্ম দিবস উপলক্ষে রক্ত শিবির করা হয় এদিন রক্ত দাতাদের হাতে সার্টিফিকেট ও গাছের চারা তুলে দিলেন ডিপিএসপি চেয়ারম্যান সন্তস হাঁসদা। জেলা জুড়ে রক্তের সংকটের মধ্যে জেলা শিক্ষা দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সামাজিক মহল।