দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি-বুনিয়াদপুর ১০নং রাজ্য সড়কে কুশমন্ডি এলাকায় পথ দুর্ঘটনা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
উল্লেখ্য কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর দিকে যাচ্ছিল একটি পিকাপভ্যান হঠাৎ কুশমন্ডি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রনিক খুঁটি সজরে ধাক্কা মারে। এলাকায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেল এলাকায় বাসী । যদিও এই ঘটনায় হতাহত কেউ হয়েনি বলে জানা গেছে। পিকাপ ভ্যান আটক করছে কুশমন্ডি থানার পুলিশ।