মালদা: বন্যা প্লাবিত এলাকায় অভয়া ক্লিনিক জুনিয়ার ডাক্তারদের। মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের বন্যা প্লাবিত ভূতনি থানার আমতলা নন্দিটোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে।
গঙ্গা ভাঙন ও প্লাবনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলবন্দী।বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের সংকরটোলা ঘাট থেকে নৌকায় গঙ্গা পথে প্রায় ১২ কিলোমিটার অতিক্রম করে হীরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকরা। দশটি বিভাগের সিনিয়র , জুনিয়র ডাক্তাররা এদিন অভয়া ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকে তার সাথে বিনামূল্যে ওষুধ তুলে দিচ্ছেন। এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডক্টর ও রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনো পর্যন্ত তিনটি অভয়া ক্লিনিক হয়ে গেল।