মালদা; তনুজ জৈন:- বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেঘোরে প্রাণ গেল এক কলেজ ছাত্রের। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ঘটনাস্থলেই। বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার মালতীপুর এলাকায়।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রের নাম আবুল হাসান, বয়স ১৯ বছর। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ময়না চেকপোস্ট এলাকায়। কিন্তু চাঁচল কলেজে পড়াশোনার কারণে সে চাঁচল-২নং ব্লকের চান্দুয়া দামাইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। সে চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। বুধবার ছিল তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা। পরীক্ষার সিট পড়েছিল হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে। তাই এদিন সকালের দিকে বাইক নিয়ে পরীক্ষা দিতে বেড়িয়েছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। জানা গেছে, এদিন ওই এলাকায় তার বাইকের সঙ্গে প্রথমে অপর এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে চাঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল হাসান বাইক থেকে ছিটকে এক ডাম্পারের চাকার নিচে গিয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে ঘাতক ডাম্পার সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর।