মালদা;তনুজ জৈন;২৫সেপ্টেম্বর: বিহার থেকে দুষ্কৃতী এসে বাংলা-বিহার সীমান্তবর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই অঞ্চলের কালিতলা গ্রামে একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরির ঘটনা সামনে এলো। গতকাল মঙ্গলবার সকাল বেলা ওই অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী এসে দেখেন তালাভাঙ্গা এবং সেন্টারে রাখা আড়াই কুইন্টাল চাল সহ ডাল এবং রান্নার অন্যান্য সামগ্রী এমনকি রান্না করার সমস্ত সরঞ্জাম চুরি হয়ে গিয়েছে। এরপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করা হয়। হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা বিহারের আবাদপুর এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম আব্দুল শেখ (২৬)। তার বাড়ি কাঠিহার জেলার আবাদপুর থানা এলাকার বালুয়া গ্রামে। তার কাছ থেকে সমস্ত চুরি যাওয়া জিনিস উদ্ধার করেছে পুলিশ। নির্দিষ্ট ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে চাঁচল আদালতে মামলা রুজু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় গতকাল রাতে।
এ প্রসঙ্গে সিডিপিও আব্দুল সাত্তার বলেন পুলিশের তৎপরতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সমস্ত জিনিসপত্র উদ্ধার হয়েছে। ভবিষ্যতে সেন্টারের কর্মীদেরকে আরও সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।