মালদা;তনুজ জৈন;২৯সেপ্টেম্বর: ফুলাহার নদীতে বাড়ছে জল।তাই নদী তীরবর্তী গ্রাম গুলোর মধ্যে ঢুকেছে জল, রবিবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিকপুর,উত্তর ভাকুরিয়া,দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাকা গুলো পরিদর্শন করলেন হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল।
পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষ সমস্যার কথা শুনেন এবং তিনি বলেন, সাধারণ মানুষদের অবগত করা হলো যে, নদীর জল বাড়ছে, নিরাপদ জায়গায় তৈরি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল এবং জনকল্যাণ হাই স্কুলে থাকা ও খাওয়া দাওয়ার ব্যাবস্থা করা হয়েছে।গবাধিপশুর খাওয়ার ও রাখার ভালো ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আপাতকালীন পরিস্থিতির জন্য সরকারি ভাবে চারটি নৌকা দেওয়া হয়েছে। আগামীকাল মেডিকেল ক্ল্যাম্প এবং মঙ্গলবার দিন শস্য বীমা ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহ: মনিরুল আলম, কর্মাধ্যক্ষ নজিবুর রহমান, দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সুনীল মণ্ডল,পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি অবনী সাহা, সহ প্রশাসনিক অধিকারীরা।