দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে চারটি উচ্চ বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট করলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে ও কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা।
উল্লেখ, কুশমন্ডি ব্লকে খাগাইল ট্রঙ্কনাথ উচ্চ বিদ্যালয়, মানিকর উচ্চ বিদ্যালয়, সরলা উচ্চ বিদ্যালয়, কচড়া উচ্চ বিদ্যালয় মিড ডে মিল ও বিদ্যালয়ের পরিকাঠাম খ্যাতিয়ে দেখলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে। এর পাশাপাশি মিড ডে মিল খেয়ে দেখেছেন বিডিও ও কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা। স্কুলের পরিকাঠামো দেখেন বলে জানান কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে। এই বিষয়ে সরলা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাই সরকার বলেন, আজ আমদের সরলা উচ্চ বিদ্যালয় সারপ্রাইজ ভিজিট করলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে ও কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা,মিড ডে মিল খ্যাতিয়ে দেখলেন।