দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কু্শমন্ডি পঞ্চায়েত থেকে ফিপটিন তহবিল থেকে এক লক্ষ টাকা বরাদ্দে কুশমন্ডি চৌরাস্তায় এলাকায় বেশ কয়েক দিন আগে পাকা ড্রেনের কাজ করা হয়। স্থানীয়দের অভিযোগ পাকা ড্রেনের স্ল্যাপটি করা হয়েছে নিম্নমানের,কোথাও কোথাও বাঁশের বাতা দিয়েছে। স্ল্যাপটিতে যে ভেঙে না পড়ে।
এই বিষয়ে অভিযোগে করে দঃদিনাজপুর জেলার বিজেপি সম্পাদক তাপস চন্দ্র রায় বলেন, আজ সকালে পাকা ড্রেন স্ল্যাপটি নিম্মমানের কাছে বড় সড় দুর্ঘটনায় হতে পারে বলে জানান । এই নিয়ে কুশমন্ডি পঞ্চায়েত উপ প্রধান ওম প্রকাশ ঝা বলেন আমাদের কাছে কোনো লিখিত অভিযোগে আসেনি অভিযোগ পেলে খ্যাতিয়ে দেখা হবে।