মালদা;তনুজ জৈন;২৬সেপ্টেম্বর: রাতের টহলরত দুই পুলিশ অফিসারের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল বৃদ্ধ দম্পতির প্রাণ। নিম্নচাপের জেরে জেলা জুড়ে ভারী বৃষ্টি এবং সাথে ঝড়ো হাওয়া। রাতে নিজেদের মাটির ঘরেই ঘুমোচ্ছিলেন দুই বৃদ্ধ দম্পতি। বৃষ্টি এবং হাওয়ার জেরে নড়বড়ে মাটির ঘর ভেঙে ঘুমন্ত অবস্থাতেই তাদের উপর পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। ঘর ভাঙার আওয়াজেই তাড়া দাড়িয়ে পড়ে। তারপর তৎপরতার সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় বৃদ্ধ দম্পতিকে।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কাপাইচন্ডী এলাকার হরিজন পাড়ার ঘটনা। বুধবার রাতে হরিশ্চন্দ্রপুর থানার সাব-ইন্সপেক্টর সায়ন সরকার এবং সহকারী সাব ইন্সপেক্টর বিকাশ কুমার শুক্লা সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে রাতের টহলে বেরিয়ে ছিলেন। তাদের গাড়ি যখন ওই হরিজন পাড়া দিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ তারা একটা আওয়াজ পায়। বুঝতে পারে রাস্তার পাশে একটি মাটির ঘর ভেঙে পড়েছে। আনন্দ দাস (৬২) নার স্ত্রী ভাগো দাস (৫০) ঘুমন্ত অবস্থাতেই চাপা পড়ে গেছিলেন ঘরের তলায়। কর্তব্যরত দুই পুলিশ অফিসার সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে তৎপরতার সঙ্গে মাটির চাপ সড়িয়ে তাদের উদ্ধার করেন। সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া কুশীদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রাণে রক্ষা পেয়ে যান বৃদ্ধ দম্পতি। দুই পুলিশ অফিসারের প্রশংসায় পঞ্চমুখ আইসি মনোজিৎ সরকার। এদিকে এই খবর পেয়ে এদিন বৃদ্ধর সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। আর্থিক সাহায্য করেন ওই দম্পতিকে।সাথে তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন যে ভাবে দুই অফিসার তৎপরতার সঙ্গে বৃদ্ধ দম্পতির প্রাণ বাঁচিয়েছেন। সেটা প্রশংসাযোগ্য। রাতেও যে পুলিশ সক্রিয় এটা প্রমাণিত।