বাংলাদেশ:- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বি এ ডিসি ফার্মে সবজি বিজ উৎপন্ন খামারে অযত্ন অবহেলার কারণে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যের একটি ট্রাক্টর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে যায়,কিন্তু ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বিষয়টি ভিন্ন রূপে গাড়িটি যেখানে ছিল সেখানে গাড়ি রাখার স্থান না,গাড়ি রাখার একটি নির্ধারিত স্থান বা ঘর আছে অথচ ড্রাইভার মাঠে কাজ করার পর নির্ধারিত স্থানে না রেখে প্রতিনিয়ত একটি মোটা গাছের নিচে রেখে দেন,তবে গাছটি ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারনে যে কোনো সময় ভেঙে পড়ার সম্ভাবনা ছিল।
এ বিষয়ে বীজ উৎপন্ন খামারের ডিডি এবং সংশ্লিষ্ট অফিসের সকলেই বিষয়টি অবগত ছিলেন, সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে সবজি বীজ উৎপাদন খামারের ডিডি গোলকনাথ বণিক তিনি বলেন যখন ঘটনাটি ঘটে তখন আমি ঢাকায় অবস্থান করছিলেন অফিসিয়াল একটি কাজে,অথচ অর্ধ কোটি টাকা মূল্যের যে ক্ষতি সাধন হলো এটা দায়ভার কে নেবে এমন প্রশ্নের করলে তিনি এড়িয়ে যান তারপর আর কোন প্রশ্নের উত্তর দেন নি,পাশের রুমের এক কর্মকর্তা বলেন রুমের ভিতর সাংবাদিক কেন তাকে বাহির করে দেন অপর একজনকে বলেন। এক পর্যায়ে ডিডি এবং নাম না জানার ডিডির এক সহকারী সাংবাদিককে অর্থ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন,আরো একটি প্রকল্পের দুর্নীতির তথ্য চাইলে বিষয়টি এড়িয়ে যান এবং অস্বীকার করেন, ডিডির ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন নম্বর চাইলে তিনি বলেন আগে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে তার পর আপনাকে ফোন নাম্বার দিবো যদি তিনি অনুমতি দেন। কিন্তু কয়েক ঘন্টা পর নাম্বার দিতে রাজি হলে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অনেক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি, অন্য একটি নাম্বার থেকে ফোন দেওয়ার পর একবার ফোন রিসিভ করলেও তিনি কোন কথা না বলে চুপ চাপ ছিলেন কোন প্রশ্নের উত্তর দেননি, এলাকার কয়েকজন বলেন সবজি বীজ খামারের ডিডি কয়েকটি প্রকল্পের দুর্নীতি করেছেন এই বিষয়টি উদ্ধত কর্মকর্তাকে সঠিকভাবে তদন্ত করে দেখার জন্য আহ্বান করেন ।