দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে সোমবার কুশমন্ডি হাসপাতালে আশাকর্মী শ্লীলতাহানি হওয়া অভিযোগ উঠল। ইসিজি করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে তিনি একজন স্বাস্থ্যকর্মী,এমনটাই অভিযোগ।
উল্লেখ্য সোমবার ১২টা নাগাদ কুশমন্ডি হাসপাতালে ইসিজি করতে আসেন ওই আশাকর্মী। আর সেই সময় ইসিজি নাম করে শ্লীলতাহানি করেন জাফরুল ইসলাম নামের এক ব্যক্তি, এমনটাই অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কুশমন্ডি হাসপাতালে সম্মুখে দোষীরে শাস্তির দাবিতে আশা কর্মী ইউনিয়ন পক্ষে থেকে বিক্ষোভ দেখায় হয়। শ্লীলতাহানি করেছে যে ব্যক্তি বলে অভিযোগ সেই অভিযুক্ত হসপিটাল স্থ্যাস্থ্য কর্মী নয় বলে জানান দঃদিনাজপুর জেলার আশাকর্মী ইনচার্জ নমিতা মোহন্ত।
শ্লীলতাহানি হওয়া আশাকর্মী বলেন, গতকাল কুশমন্ডি হাসপাতালে শারিরীক অসুস্থ্য জন্য ইসিজি করতে আসেলে এই কাজের জন্য কর্মরত যিনি ছিলেন তিনি ছুটি নিয়েছিলেন বহিরের ইসিজি করতে দক্ষ এমন কাউকে ফোন করে ডাকে। এরপর ইসিজি নাম করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ । এই বিষয়ে কুশমন্ডি ব্লক স্ব্যাস্থ্য আধিকারিক অমিত দাস বলেন,অভিযোগ পেয়েছি জাফরুল ইসলাম কুশমন্ডি হাসপাতালে কোনো স্ব্যাস্থ্য কর্মী নয় আমরা আমাদের উর্ধ্বতন কতৃপক্ষে জানাবো এই বিষয়ে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করছি।