Type Here to Get Search Results !

২২ শতক সরকারের খাস জমি দখল করে রাখার অভিযোগ তৃণমূল নেতা এবং তার ভাইয়ের বিরুদ্ধে

পাওয়ার হাউসের পাশে থাকা ২২ শতক সরকারের খাস জমি দখল করে রাখার অভিযোগ তৃণমূল নেতা এবং তার ভাইয়ের বিরুদ্ধে,জমি যাওয়ার রাস্তা বন্ধ হওয়ায় সমস্যায় কৃষকরা, ভূমি দপ্তর থেকে মাপযোগ করতে গেলেই ব্যাপক গন্ডগোল, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি, সাফাই তৃণমূল নেতার।

মালদা;তনুজ জৈন;১১সেপ্টেম্বর: পাওয়ার হাউসের পাশে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ তৃণমূল নেতা এবং তার ভাইয়ের বিরুদ্ধে। যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। কারণ ওই খাস জায়গা দিয়েই এলাকায় কৃষি জমিতে যাওয়ার রাস্তা। ভূমি দপ্তরের প্রতিনিধি মাপযোগ করতে আসলেই ব্যাপক গন্ডগোল বাঁধে।জায়গা দখলমুক্ত করে রাস্তার দাবি তুলে এলাকাবাসী। গন্ডগোলের জেরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই নিয়ে সাফাই দিয়েছেন ওই তৃণমূল নেতা। 


মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুলসীহাটা পাওয়ার হাউসের পাশে প্রায় ২২ শতক সরকারি খাস জমি রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই জমি দখল করে রেখেছেন হরিশ্চন্দ্রপুর ১ (বি) ব্লক তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি আব্বাস আলী এবং তার ভাই কোয়েস আলী। আব্বাসের স্ত্রী আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। সেই জমির পেছনেই রয়েছে কোয়েস আলীর বাড়ি। রীতিমতো পিলার তুলে তারা জায়গা দখলে রেখেছেন।এই নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে এদিন আরআই অফিসার জমি মাপযোগ করতে আসেন। সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর একাংশ দাবি করে ওই জায়গা দ্রুত দখল মুক্ত করতে হবে। কারণ এলাকার জমিতে যাওয়ার একমাত্র এটাই রাস্তা। তাদের ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। ওই জায়গা দখলমুক্ত করে রাস্তার দাবী তুলে তারা। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অন্যদিকে আব্বাস আলীর দাবি যারা অভিযোগ করছেন তাদের বাড়ি রয়েছে খাস জায়গায়। যেহেতু ওই জায়গার পেছনে তার ভাইয়ের বাড়ি। তাই তার ভাই জায়গাটি ব্যবহার করছে। যদি প্রশাসন সবগুলো খাস জায়গা দখলমুক্ত করে তবে তারাও করে দেবে।অন্যদিকে ভূমিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেখানে খাস জায়গা রয়েছে। এই নিয়ে রিপোর্ট দেওয়া হবে দপ্তরে।ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side