মালদা;তনুজ জৈন,২৮সেপ্টেম্বর: বোনের চিকিৎসা করাতে এসে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মালদহের চাঁচল থানার ভগবতীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,মৃতের নাম নাজিমুল হক,বয়স ২৪। রয়েছে স্ত্রী,তিনবছরের পুত্র সন্তান,এক ছোট ভাই ও বোন সহ বৃদ্ধ বাবা।একমাস আগে স্ত্রী সন্তানকে নিয়ে দিল্লীতে যান নির্মাণ কর্মীর কাজে। বোনের চিকিৎসা করানোর জন্য দিল্লীতে স্ত্রী সন্তানকে রেখে ট্রেনে করে বাড়ি ফিরছিল।তারমধ্যে পাটনা জংশন স্টেশন থেকে প্রায় ৩০ কিমি অদূরে ট্রেন থেকে রেললাইনের ধারে পড়ে থাকে।তাঁর পা দুটো গুরতর জখম হয়।রক্ত বয়তে থাকে। গ্রামবাসী ও পরিবারের দাবি,তিনঘন্টা ধরে সেখানে পড়ে থাকলেও কোনো স্থানীয়রা তাকে সহযোগিতা করেনি।
অনেকে ছবি ও ভিডিও শুট করে। পরে রেলপুলিশ এসে তাকে উদ্ধার করলে হাসপাতালে মৃত্যু হয়।গ্রামবাসীর ও পরিবারের আরও অভিযোগ,ট্রেনে ওই শ্রমিকের মোবাইল ছিনতাই করে দুষ্কৃতিরা।সেসময় থাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।এদিকে স্বামীর মৃত্যু খবর পেয়ে বাড়ি ফিরছেন তার স্ত্রী রিনা খাতুন।পাটনায় দেহ আনতে পৌঁছেছে পরিবারের লোকজন।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।পরিবারের লোকজন সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।ঘটনার খবর পেয়ে শনিবার ভগবতীপুরে ওই শ্রমিকের বাড়িতে যান কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান।তিনি সরকারের সবরকম সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।