মালদা;তনুজ জৈন;২৫সেপ্টেম্বর: পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত অর্থে টিউবওয়েল না বসিয়ে টাকা তোলার অভিযোগ উঠে ছিল প্রধানের বিরুদ্ধে। ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে ছিলেন এলাকাবাসীর একাংশ। যদিও এবার পাল্টা এলাকাবাসীর আরেক অংশের দাবি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেখানে টিউবওয়েল বসানোর কথা ছিল সেখানে টিউবয়েল থাকার জন্য কিছুটা দূরে অন্যপাড়ায় বসানো হয়েছে। তৃণমূল প্রধানের স্বামীর দাবি প্রধানকে বদনাম করার জন্য দলের মধ্যে থেকেই ষড়যন্ত্র করে এই অভিযোগ করানো হয়ে ছিল। ফের সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। অন্যদিকে প্রধানের হয়েই সওয়াল করেছেন ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। প্রধানের পাশে দাঁড়িয়ে তার দাবী সঠিক জায়গায় টিউবওয়েল বসানো হয়েছে।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর রামপুরের হরিজন পাড়ায় রাধাগোবিন্দ মন্দির চত্বরে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ৭৫ হাজার টাকায় টিউবওয়েল বসানোর কথা ছিল। কিছু এলাকাবাসী ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীমা পারভীন কাজ না করে স্কিম দেখিয়ে টাকা তুলে নিয়েছেন। বড় দুর্নীতি করেছেন প্রধান। দুর্নীতির অভিযোগে আক্রমণ করে ছিলেন বিরোধীরাও। কিন্তু এবার ওই এলাকারই মানুষ দাবি করল টিউবওয়েল বসানো হয়েছে। যেখানে বসানোর ছিল তার থেকে কিছুটা দূরে বসানো হয়েছে। যেহেতু ওই পাড়ায় ইতিমধ্যেই একটি টিউবওয়েল রয়েছে। তাই তারা প্রধানকে অনুরোধ করে ছিলেন তাদের পাড়ায় বসানোর জন্য।সেই অনুযায়ী রেজুলেশন করে প্রধান টিউবওয়েল অন্যপাড়ায় বসিয়েছেন।এই নিয়ে প্রধানের স্বামী আজহারউদ্দিনের দাবি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়ে ছিল। তিনি নিয়ম অনুযায়ী কাজ করে ছিলেন। কিন্তু দলের মধ্যে থেকে কেউ বা কারা বদনাম করতে চেয়েছিল প্রধানের। তাই সম্পূর্ণ ষড়যন্ত্র করে এই অভিযোগ দায়ের করা হয়ে ছিল। প্রশাসন এসে তদন্ত করে সবটাই দেখে গেছে। আর প্রধানের স্বামীর এই দাবির পরেই এবার দলের কোন্দল সামনে এসেছে। তবে কি দলের মধ্যে থেকেই প্রধান কে পছন্দ করতে পারছেন না অনেকে। তার জন্যই এই ধরনের অভিযোগ। আদি তৃণমূল এবং নব্য তৃনমূলের দ্বন্দ্ব সামনে এসেছে। আর এই ঘটনা সামনে আসতেই বিজেপির কটাক্ষ সবটাই ভাগের খেলা। তৃণমূলের একাংশ ভাগ না পেলে অন্য অংশের বিরুদ্ধে এই ভাবেই অভিযোগ করে। ভাগ বাটোয়ারা নিয়ে এই দলটা চলে। যদিও ব্লক তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যদি দলের ভেতরে দ্বন্দ্বের ব্যাপার থাকে। সে ক্ষেত্রে তাদের কাছে অভিযোগ আসলে দলীয় ভাবে তারা খতিয়ে দেখবে। সাথে সম্পূর্ণভাবে প্রধানের পাশে দাড়িয়েছেন তারা।