দিলদার আলী; কুশমন্ডি:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভা কক্ষে কুশমন্ডি ব্লকের পূজা উদ্যাক্তা দের নিয়ে আলোচনায় সভা করলেন কুশমন্ডি ব্লক প্রশাসন ও কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন।
এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে কুশমন্ডি ব্লকে জয়েন্ট বিডিও মোহাম্মদ জাইরুল ইসলাম কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি মারিয়াম মার্ডি কুশমন্ডি পাঞ্চায়েত সমিতি সহ সভাপতি আব্দুল কাদের মিয়া কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সদস্য প্রান্তিক সরকার সহ অনেকেই। কুশমন্ডি ব্লকে মধ্য শান্তিপূর্ণ ভাবে পূজা হবে প্রতিটি ক্লাব সিসিটিভি নজর থাকবে। এই বছর দুর্গাপূজা ডিজে নিষিদ্ধ বলে জানান কুশমন্ডি ব্লকে বিডিও ডক্টর নয়না দে। এই বিষয়ে পূজা উদ্যাক্তা প্রান্তিক সরকার বলেন আজ ব্লক প্রাশাসন ও পুলিশ পূজা উদ্যাক্তা দের শান্তি পূর্ণ আলোচনা ।