মালদা;তনুজ জৈন;২৬সেপ্টেম্বর: শিক্ষকরা নিয়মিত স্কুল আসেন না। পঁচাসব্জি দিয়ে মিড ডে মিল রান্না করা হয়। মাসে মাত্র একদিন ডিম দেওয়া হয়। উপযুক্ত শ্রেণি কক্ষ থাকা সত্ত্বেও একটি ঘরের মধ্যে সব শ্রেণির পড়ুয়াদের বসিয়ে পড়ানো হয় এমনই অভিযোগ তুলে স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা সার্কেলের কামার্তা প্রাথমিক বিদ্যালয়ে।স্কুলে রয়েছে চারজন সহকারী শিক্ষক ও দুইজন পার্শ্ব শিক্ষক।আজকে প্রধান শিক্ষক বিনয় কুমার রাম সহ একজন সহ শিক্ষককে স্কুলে দেখা গেলেও বাকি চার শিক্ষককে স্কুলে দেখা যাইনি।পরে বিক্ষোভের খবর পেয়ে গ্রামের এক পার্শ্ব শিক্ষক দুপুরে স্কুলে ছুটে আসেন।বাকি তিনজন শিক্ষক ছুটিতে রয়েছে বলে সাফাই দেন প্রধান শিক্ষক।