Type Here to Get Search Results !

Women WC2024: বাংলাদেশে হচ্ছে না মেয়েদের বিশ্বকাপ! জিম্বাবুয়ে কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে,সিদ্ধান্ত ২০ আগস্টে



আপনার নিউজ ডেক্স:- ক্রিকেটে ইতিহাসে এক লজ্জার পালক শোভা থেকে চলেছে বাংলাদেশী ক্রিকেট বোর্ডের মাথায়। দেশের অস্থির পরিস্থিতির জন্য ২০২৪ মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে। আয়োজক স্বত্ব অনুসারে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল বাংলাদেশে, তবে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশটিতে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব নিলেও এই আবহে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বাংলাদেশে নারীদের বিশ্বকাপ করাতে আগ্রহী নয়। 

প্রাথমিকভাবে ভারতকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে অনুরোধ করে আইসিসি। তবে জয় সাহ স্পষ্টত জানিয়ে দিয়েছে ভারত কোনভাবেই আগ্রহী নয় বিশ্বকাপ আয়োজন করতে। তবে ইতিমধ্যেই ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে। এ ছাড়া বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আছে সংযুক্ত আরব আমিরাতের নামও। ২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। 

নবমবারের মতো অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত নেই, জিম্বাবুয়েও নেই। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে দেশটি। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side