আপনার নিউজ ডেক্স:- ভারতের প্রতিটি নাগরিকের মধ্যে এখনো দগদগে ঘা রয়েছে ২৬/১১ ঘটনা। মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলায় যোগ থাকার অভিযোগ রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার ব্যবসায়ী তাহাউর রানার বিরুদ্ধে। তিনি রয়েছেন আমেরিকায়। অনেক দিন ধরেই তাঁকে তাকে বাগে আনার চেষ্টা চালাচ্ছে ভারত। এ বার তাতে সবুজ সঙ্কেত দিল আমেরিকার আদালত। বিদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগের অভিযোগে দোষী সাব্যস্ত হলেও ২৬/১১ হামলার মামলায় বেকসুর খালাস হয়েছিলেন অভিযুক্ত।
তবে এ বার আমেরিকার আপিল আদালত জানিয়ে দিয়েছে, ভারতের কাছে অভিযুক্তকে হস্তান্তর করা যাবে। সংবাদ সংস্থা পিটিআইয়ে প্রকাশ, গত ১৫ অগস্ট আমেরিকার আদালত এই নির্দেশ দিয়েছে। আপিল আদালতের তিন বিচারপতির এক প্যানেল জানিয়েছে, ভারত ও আমেরিকার মধ্যে বন্দি হস্তান্তর চুক্তি অনুযায়ী রানাকে হস্তান্তর করা যাবে। নবম সার্কিটের আপিল আদালতে ওই মামলা চলছিল। শুনানির শেষ পর্বে আমেরিকার সহকারী অ্যাটর্নি ব্রাম অ্যালডেনও যুক্তি দিয়েছিলেন, দুই দেশের চুক্তি অনুযায়ী অভিযুক্তকে হস্তান্তর করা যাবে। সেই যুক্তিতেই কার্যত সিলমোহর দিল আমেরিকার আপিল আদালত।