Type Here to Get Search Results !

Female Doctor mysterious Death: ঘটনার পেছনে জড়িত সহকর্মীরা! সিবিআইকে জানাল মৃত চিকিৎসকের বাবা-মা

Kolkata Doctor Rape and Murder



আপনার নিউজ ডেক্স:- মহামান্য আদালতের নির্দেশে ইতিমধ্যেই আরজি কর কান্ডের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তন্দকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই কলেজে অধ্যক্ষ থেকে শুরু করে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে অনেককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বেশ কয়েকবার সিবিআই এর টিম দেখা করেছে নির্ভয়ার অভিভাবকদের সাথে। সংবাদ সংস্থা পিটিআই সুত্রে খবর, আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তাঁর সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ মৃতার বাবা-মায়ের। হাসপাতালের বেশ কয়েক জন চিকিৎসক এবং ইন্টার্নের নামও তাঁরা সিবিআইকে জানিয়েছেন।



পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, এক জন মাত্র তাঁদের কন্যার ধর্ষণ এবং খুনের সঙ্গে জড়িত বলে তাঁরা মনে করেন না। বরং তাঁদের অনুমান, এই ঘটনার সঙ্গে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। গোটা ঘটনায় হাত থাকতে পারে হাসপাতালেরই চিকিৎসক এবং পড়ুয়াদের। মৃত চিকিৎসকের সঙ্গে কাজ করতেন, এমন কয়েক জনের নাম সিবিআইকে জানিয়েছেন তাঁরা। তাঁদের সন্দেহ করার কারণও জানিয়েছেন। সিবিআই তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারে। 


অন্যদিকে রাজ্যে সংবাদমাধ্যমের খবর অনুসারে, মৃত চিকিৎসকের বাবা-মা যাঁদের নাম বলেছেন, তাঁদের জিজ্ঞাসাবাদের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া, কলকাতা পুলিশের কয়েক জন আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করা হবে, যাঁরা প্রাথমিক ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছিলেন। পুলিশ কোন সূত্রে কী কী তথ্য জোগাড় করেছিলেন, তা জানতে চাইবে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৩০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side