Type Here to Get Search Results !

RG Kar: সত্য ঘটনা জানতে এবার পলিগ্রাফ পরীক্ষা করা হবে সন্দীপ ঘোষের? নানান মহল থেকে উঠছে প্রশ্ন



আপনার নিউজ ডেক্স:- আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত ব্যক্তি সঞ্জয়। ঘটনার পরের দিনে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিলেন এই সিভিক ভলেন্টিয়ার কে। শুরু থেকে অভিযোগ ছিল এই ঘটনার সঙ্গে কেবলমাত্র একজন ব্যক্তি জড়িত নয়। আরজি করে ডাক্তার ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনার প্রকৃত সত্য নিয়ে নানা প্রশ্ন তো আছেই! সেই সঙ্গে হাসপাতালের কর্তাব্যক্তিদের ‘কর্তব্যে গাফিলতি’ এবং তা ‘আড়াল করার চেষ্টা’র অভিযোগ নিয়েও নানা তথ্য সামনে আসছে তদন্তকারীদের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যা বলছেন, তার গরমিল খুঁজে বের করতে পলিগ্রাফ পরীক্ষা করানোর কথাও ভাবছে সিবিআই। 


পরপর টানা চার দিন সন্দীপকে জেরা করেছে সিবিআই। তার বক্তব্যে উঠে এসেছে নানান অসঙ্গতি। তাই এই পরীক্ষার পথেই হাটতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে মিথ্যা যাচাইয়ের এই পরীক্ষা করাতে আদালতের ছাড়পত্র লাগে। ইতিমধ্যে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি শিয়ালদহ আদালতে আবেদন করেছে। এ দিন আদালত তা মঞ্জুর করে। সন্দীপের ক্ষেত্রেও একই পথ নিতে পারে সিবিআই।


সূত্রের খবর অনুসারে তদন্তকারীদের মতে, নির্যাতিতাকে ওই রাতে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে বা অন্য ভাবে সংজ্ঞাহীন করাও হয়ে থাকতে পারে। কিন্তু এ ক্ষেত্রে খটকা, ময়না তদন্তের রিপোর্টে কোনও বিষক্রিয়া ধরা পড়েনি। শুধু পাকস্থলীতে কতটা খাবার ছিল, তা বলা হয়েছে। সিবিআই-এর তদন্তকারী দলের সদস্য এক ফরেন্সিক বিশেষজ্ঞ বলেন, ‘‘নানা কারণেই ময়না তদন্তের রিপোর্ট ত্রুটিপূর্ণ লাগছে। দ্বিতীয় বার ময়না তদন্ত করানো অত্যন্ত জরুরি ছিল।’’ সুরতহাল এবং ময়না তদন্তের রিপোর্ট উচ্চ আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছে সিবিআই। তদন্তকারীদের মতে, এই খুন, ধর্ষণে শেষ পর্যন্ত পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের সূত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 


আরজি করে নৃশংস ঘটনা নিয়ে সিবিআই তদন্তে উঠে এসেছে উল্লেখযোগ্য কিছু বিষয়। ঘটনার দিন রাত্রে কর্তব্যরত সিনিয়র ও জুনিয়র চিকিৎসক নার্স এবং নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেও কিছু পরস্পরবিরোধী তথ্য উঠে আসছে। জুনিয়র ও সিনিয়র চিকিৎসক-সহ অন্য আধিকারিক নার্স এবং নিরাপত্তারক্ষীদের মোবাইলের তখনকার নথি সংগ্রহ করাও জরুরি বলে তদন্তকারীরা মনে করছেন। এর পাশাপাশি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিবিআই মনে করছেন সন্দীপ ঘোষ কিছু আড়াল করার চেষ্টা করছে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side