আপনার নিউজ ডেক্স:- হঠাৎ করে সৌরভ গাঙ্গুলীর সামাজিক মাধ্যমের প্রোফাইল পিকচার কালো রং! ততক্ষণে বুঝতে অসুবিধা হয়নি কারো। আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে যখন উত্তাল রাজ্য রাজনীতি। দফায় দফায় প্রতিবাদ করছেন আমজনতা থেকে শুরু করে সমাজের সব পেশার ব্যক্তিরা। ঠিক সেই সময় মুখে কুলুপ এটেছিলেন সৌরভ গাঙ্গুলী। পরবর্তী সময়ে এই ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক। আর তাতেই রে-রে করে উঠেছে সকলে। ‘কীভাবে তিনি এই ঘটনাকে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বললেন?’ সোশ্যাল মিডিয়ায় জনে-জনে যখন এই প্রশ্ন তুলতে ব্যস্ত, ‘দাদাগিরি বয়কটের দাবি’ সোশ্যাল মিডিয়ায় যখন ভাইরাল, সেই সময়ই সৌরভ নিজের প্রোফাইল করলেন কালো। শুধু তিনি নন, একই কাজ করেন ডোনা গঙ্গোপাধ্যায় ও সানা।
সূত্রের খবর অনুসারে, কেবলমাত্র তার এবং পরিবার সামাজিক মাধ্যমে প্রতিবাদে থেমে থাকবে না। এবার পথে নামতে চলেছেন নাকি সৌরভ। ডোনা গঙ্গোপাধ্যায়, পেশায় তিনি নৃত্যশিল্পী, এবার তাঁর বেহালার নাচের স্কুল দীক্ষামঞ্জরী থেকে ডাকা হল পদমিছিল। তিলোত্তমার বিচার চেয়ে এবার নৃত্যশিল্পীদের নিয়ে পথে হাঁটবেন ডোনা গঙ্গোপাধ্যায়। ২১ অগস্ট সন্ধ্যে সাড়ে সাতটায়। আর শোনা যাচ্ছে সেই মিছিলেই পা মেলাতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট এই ঘটনার জেরে আরজি কর হাসপাতালের সুরক্ষার দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তরুনী চিকিৎসকের এই নির্মম ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই টলিপাড়ার শিল্পীরাও নেমেছিলেন পথে, পথে নেমেছিলেন সঙ্গীত শিল্পীরাও।