আপনার নিউজ ডেক্স:- আরজি কর হাসপাতালে ডাক্তার ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই আদালতের নির্দেশে তদন্তভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার এই ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার রাজপথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাজরা মোড়ে প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন খোদ মমতা। দলীয় সূত্রের খবর, এদিন বিকেল ৪টেয় মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হবে। সেইসঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৭ এবং ১৮ অগাস্ট জেলার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল (TMC Protest)।
ঘটনার শুরু থেকেই দোষীদের শাস্তির বিষয়ে সোচ্চার হয়েছিলেন মমতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের প্রধান বলেন এইসব দোষীদের ফাঁসি হওয়া দরকার। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমি মৃত্যুদণ্ডের পক্ষে নই, তবে এক্ষেত্রে প্রয়োজনে অভিযুক্তদের ফাঁসি দেওয়া হবে। তাদের কঠোরতম শাস্তি পাওয়া উচিত।’ পাশাপাশি, মমতা এও বলেন, ‘সিবিআই তদন্ত হোক বা যে কোনও তদন্ত হোক, আমাদের কোনও আপত্তি নেই। কারণ রাজ্য সরকারের কিছু লুকোনোর নেই। আমি স্পষ্টভাবে বলছি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে নেমে পড়েছে বিরোধীদল গুলো। ১৪ই আগস্ট রাজ্যজুড়ে মেয়েদের রাত দখল নামক অরাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়। আর সেই মধ্যরাতেই দুষ্কৃতীরা হামলা চালায় আরজি করে ইমারজেন্সিতে। এর প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বন্ধ দেখেছে SUCI। দুপুর দুটো থেকে চারটা পর্যন্ত বাংলাকে স্তব্ধ করার ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূলের বক্তব্য, আরজি করের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে সিপিএম এবং বিজেপি।