মালদা;তনুজ জৈন;০৯আগষ্ট : আবার রেল দুর্ঘটনা!তেলবাহী ৫ টি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়েছে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরে ঘটেছে এই ঘটনা। রেল সুত্রে জানা গিয়েছে এনজিপি থেকে তেল ভর্তি ট্যাঙ্কার বিহারের কাটিহার যাচ্ছিলো। আপ আপাতত ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ আছে। সামসী স্টেশনে আটকে পড়েছে এনজিপি গামী বন্দেভারত। এনজিপি গামী সমস্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
(সবেমাত্র ঘটনাটি ঘটেছে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন)