দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে পক্ষ থেকে জেলা পরিষদ মার্কেট থেকে সিপিএম পক্ষ থেকে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আত্মা শান্তি জন্য এক মিনিট নিরাবতা পালন করে এর সাথে কুশমন্ডি এলাকায় শোক মিছিল করা হয় সিপিএম পক্ষ থেকে।
বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মিত্র কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন অসুস্থ হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন এই সিপিএম নেতা। বুদ্ধদেবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকল স্তরের জনগণ।
এদিন কু্শমন্ডি শহর পরিক্রমা করেন। এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক এরিয়া কমেটি সম্পাদক গুরুতর রায়, আর এস পি রাজ্য কমেটি সদস্য জয়দেব সিদ্ধান্ত আব্দুল কাফি আব্দুল জলিল দারুল ইসলাম মৃনাল দও দীপঙ্কর চাকি সহ অনেকেই। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের আর এস পি রাজ্য কমেটি সদস্য জয়দেব সিদ্ধান্ত বলেন, আজ সারা রাজ্য ব্যাপি পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মৃত্যু শোক মিছিল করা হল, এর অঙ্গ হিসেবে কুশমন্ডিতে বামফ্রন্টের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে।