আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার বিহারের এক দুষ্কৃতী, সাফল্য পুলিশের, বিহার থেকে দুষ্কৃতী এনে বাংলাকে অশান্ত করছে বিজেপি অভিযোগ তৃণমূলের, বাংলা জুড়ে দুষ্কৃতী রাজ পাল্টা বিজেপি, বাংলায় তৃণমূল বিহারে বিজেপি একসঙ্গে মিলে দুষ্কৃতীরাজ চালাচ্ছে কটাক্ষ সিপিএমের।
মালদা;তনুজ জৈন;২৪আগস্ট: আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেপ্তার বিহারের এক দুষ্কৃতি। গোপন সূত্রে খবর পেয়ে সাফল্য পুলিশের।ফের প্রশ্নের মুখে বাংলা বিহার সীমান্তের নিরাপত্তা। বিহার থেকে দুষ্কৃতী এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি অভিযোগ তৃণমূলের। রাজ্যের কোথাও কোনো নিরাপত্তা নেই চারিদিকে দুষ্কৃতী রাজ পাল্টা বিজেপি। বাংলায় তৃণমূল বিহারে বিজেপি একসঙ্গে মিলে দুষ্কৃতীরাজ চালাচ্ছে খোঁচা সিপিআইএমের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তালগ্রাম হাট থেকে ওই দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতের নাম জাকির হোসেন (৪০)।গোপন সূত্রে খবর পেয়ে কুমেদপুর তালগ্রাম হাট এলাকা থেকে পুলিশ ওই দুষ্কৃতী কে গ্রেপ্তার করে।ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২ ইঞ্চির একটি পাইপ গান এবং দুটি কার্তুজ।ধৃতের বাড়ি বিহারের কাটিহার জেলার আজমনগর থানার মারিয়া এলাকায়। কি উদ্দেশ্যে ওই ব্যক্তি বাংলায় এসে ছিল। অস্ত্র পাচার নাকি অন্য কোন দুষ্কৃতীমূলক কাজের ছক ছিল। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ওই ব্যক্তিকে এদিন চাঁচল আদালতে পেশ করা হয়েছে। যদিও এই ঘটনা সামনে আসতে লেগেছে রাজনীতির রং। তৃণমূলের দাবী বিজেপি বিহার শাসিত। দীর্ঘদিন ধরে বিহারের দুষ্কৃতীদের বাংলায় পাঠাচ্ছে। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।পাল্টা বিজেপির অভিযোগ তৃণমূল রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ।কোথাও মানুষের সুরক্ষা নেই। চারিদিকে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে সিপিএমের দাবি বিজেপি এবং তৃণমূল বরাবির হাত মিলিয়ে চলে। বাংলা এদের বিহার ওদের। এই দুই দলই মানুষের জন্য শত্রু।