Type Here to Get Search Results !

বুনিয়াদপুরে অনুষ্ঠিত হলো জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সাংগঠনিক বৈঠক

 


সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- শনিবার বুনিয়াদপুর শহরের একটি বেসরকারি ভবনে অনুষ্ঠিত হয় জেলা যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সাংগঠনিক বৈঠক। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সক্রিয় নেতৃত্ব ও কর্মীগণ এই বৈঠকে যোগ দেন। 


দীর্ঘদিন ধরে জেলায় যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের সাংগঠনিক বৈঠক না হলেও সংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন জেলা জুড়ে। এদিন বৈঠকে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের নেতৃত্বদের পক্ষ থেকে জেলায় পরবর্তী সময়ের রাজনৈতিক রূপরেখা নির্ধারণ করেন। যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব আকরামুল ইসলামের নেতৃত্বে প্রায় ২০০ জন সক্রিয় নেতৃত্ব এবং কর্মীদের নিয়ে এদিন দুপুর একটা নাগাদ বৈঠক শুরু হয়। 

এই বৈঠকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রাক্তন যুব কংগ্রেসের সভাপতি আশরাফুল ইসলাম। যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব-এর পক্ষ থেকে ব্লক ভিত্তিক সাংগঠনিক বৃদ্ধির উপর পর্যালোচনা করা হয় এই বৈঠকে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রাক্তন জেলা যুব কংগ্রেস সভাপতি ও বর্তমানের কংগ্রেস বংশিহারি ব্লক সভাপতি আশরাফুল ইসলাম, দ: দিনাজপুর জেলা যুব কার্যকারী সভাপতি আকরামুল ইসলাম, জেলা যুব কংগ্রেস নেতৃত্ব নিলয় মাহাত, জিল্লুর রহমান, নজরুল ইসলাম,মো: মামনুর রেজা, আজারুর আমিন, কামরুল জামান,সত্যজিৎ মজুমদার ,আশিউর রহমান সহ অন্যান্যরা। 


এই কর্মসূচির বিষয়ে প্রাক্তন জেলা যুব কংগ্রেসের সভাপতি আশরাফুল ইসলাম আমাদের জানান, ' দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ কাজ করলেও সাংগঠনিক বৈঠক করা হয়নি,আজ আকরামুল ইসলামের নেতৃত্বে এই বৈঠক হচ্ছে, আমরা পরবর্তীতে কিভাবে মাদার পার্টির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবো তার রূপরেখা আজ করা হল,'।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side