আপনার নিউজ ডেক্স:- তরুণী চিকিৎসকের মৃত্যুতে যখন উত্তল রাজ্য,ঠিক তখন এই বিষয়কে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি চিত্রনায়ক ও সাংসদ দেবের। সামাজিক মাধ্যমে লেখালেখি হচ্ছিল এই নিয়ে। তবে আসলে ঘটনাটা অন্য। ভীষণ অসুস্থ দীপক অধিকারীর বাবা। শনিবার সন্ধ্যায় টলিপাড়া সাময়িক স্তব্ধ। এ দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত গণ অবস্থানে শামিল হবেন ওয়েস্ট বেঙ্গল আর্টিস্ট ফোরামের সদস্যরা। কিশোরকুমারের মূর্তি সংলগ্ন এলাকাকে অবস্থানের জন্য বেছে নেওয়া হয়েছে। এ দিন সকাল থেকে গুঞ্জন, সাংসদ-প্রযোজক-অভিনেতা দেব অধিকারী উপস্থিত থাকতে পারেন এই সমাবেশে।
সংবাদ মাধ্যমের খবর অনুসারে এই কর্মসূচিতে যোগ দেবেন দেব। তা একপ্রকাশ নিশ্চিত। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের জানান, “আমরা সকলেই জানি, দেবের বাবা অসুস্থ। তা সত্ত্বেও তিনি জানিয়েছেন, তিনি উপস্থিত থাকার চেষ্টা করছেন। দেব এলে হয়তো তাঁর সঙ্গে আসতে পারেন রুক্মিণী মৈত্রও। তবে এ দিনের সমাবেশে উপস্থিত থাকতে পারবেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, জিৎ-সহ কিছু জন।” শান্তিলাল আরও জানিয়েছেন, চিরঞ্জিৎ অসুস্থ। প্রসেনজিৎ, শাশ্বত, জিৎ পেশার কারণে শহরের বাইরে। কেউ মুম্বই, কেউ লখনউতে। তাই উপস্থিত থাকতে পারবেন না। এর জন্য তাঁরা আন্তরিক দুঃখপ্রকাশ করেছেন।