মালদা; তনুজ জৈন:- গোরু চোর সন্দেহে তিন যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পাকড়াও তিন যুবকের মধ্যে দুজনের বাড়ি বাংলাদেশে এবং একজন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসীন্দা বলে দাবী 'করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের কৈলাসপুর এলাকায়।
জানা গেছে, এদিন সাত সকালে ওই এলাকায় গ্রামবাসীরা তিন যুবককে সন্দেহজনকভাবে এক জায়গায় বসে থাকতে দেখেন। ওই সময় গ্রামবাসীরা তাদের অপরিচিত ওই যুবকদের নাম নাম-ধাম এবং গ্রামে আসার কারণ জানতে চান। কিন্তু তারা অসংলগ্ন কথাবার্তা বলে। যা দেখে গ্রামবাসীরা তাদের গোরু চোর সন্দেহ করেন। কারণ কৈলাসপুর এলাকা থেকে মাঝেমধ্যেই নাকি গোরু চুরি হচ্ছে। তাই গ্রামবাসীরা তাদের গোরু চোর সন্দেহে আটকে রাখেন। তবে আটক যুবকদের দাবী তারা চোর নয়। আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসেছে। কিন্তু আত্মীয়ের বাড়িতে ঘুমানোর জায়গা না থাকায় তারা মন্দিরে ঘুমিয়ে ছিল।এদিকে এই খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এবং গ্রামবাসীদের হাতে আটক তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি আটক যুবকদের সঠিক নাম-পরিচয় জানতে তদন্ত শুরু করে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।