পরিতোষ সরকার; আপনার নিউজ:- পৃথক দুই জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মোট তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করলো পুলিশ । গভীর রাতে বৈষ্ণবনগর থানার এলাহীটোলা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ জানিয়েছে, ধৃত দুই জনের নাম দিবাকর মন্ডল এবং রাজেশ মন্ডল। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার শুকদেবপুর এলাকায়। এদিন মোটরসাইকেল করে ওই দুইজন ব্রাউনসুগারগুলি কোথাও পাচার করা পরিকল্পনা নিয়েছিল । গোপন সূত্রে খবর পেয়ে ওই দুই মাদককারবারিকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। অন্যদিকে এদিন রাতে আলিপুর এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২৮১ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম ধনঞ্জয় ভকত। মাদক কারবারি ওই ব্রাউন সুগারগুলি বাইরে কোথাও পাচার করার পরিকল্পনা নিয়েছিল। দুই জায়গায় উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য প্রায় ৫৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের আজ মালদা আদালতে পেশ করা হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।