দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মহিষবাথান সমবায় সমিতি হস্ত শিল্প কেন্দ্রে পূজা আগেই বিশ্ব বাংলা থেকে কাজে বরাদ পেল মহিষবাথান সমবায় সমিতি । এই বছর কুশমন্ডি মুখা পাড়ি দিবে বিশ্ব বাংলা খুশি কুশমন্ডি বাসী ও কুশমন্ডি গ্ৰামীন হস্ত শিল্পীরা।এই মুখা বানিয়ে সংসার চালিয়ে আসছেন এই বছর পূজা আগেই বিশ্ব বাংলা থেকে মুখা ওয়াডার পেয়ে খুশি বলে জানান জগদীশ সরকার ।
এই বিষয়ে মহিষবাথান সমবায় সমিতি সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেন এই বছর পূজা আগেই বিশ্ব বাংলা থেকে মুখা ওয়াডার পেয়েছি । অনন্য বছর তুলানা মুখা চাহিদা বেড়েছে। এই মহিষবাথান হস্ত শিল্প ১২ জন হস্ত শিল্প কাজ করছেন বলে জানান বিভিন্ন ধরনের দেব দিবী মুখা বানোন হচ্ছে হস্ত শিল্পীরা সরকারি সাহায্য আর্জি জানিয়েছেন মহিষবাথান সমবায় সমিতি সম্পাদক পরেশ চন্দ্র সরকার।