দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মানিকোর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র অনুপ্রিয়া রায় রাজ্য স্তরে জ্যাবলিন থ্রো স্বর্ন পদক জয় করে কুশমন্ডি বাসির মুখ উজ্জ্বল করল।
৭ই আগস্ট থেকে কলকাতায় অনুষ্ঠিত রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুপ্রিয়া। আর সেখানেই সব প্রতিযোগীকে পেছনে ফেলে জ্যাবলিন থ্রো-এ স্বর্ন পদক জয় করেন কুশমন্ডি ব্লকের মানিকোর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির এই ছাত্রী। এর পাশাপাশি শর্ট-পুটে তৃতীয় স্থান অধিকার করেছেন। এই খবর কুশমন্ডিতে এসে পৌঁছাতেই ক্রীড়া প্রেমী মানুষদের মধ্যে আনন্দ ছড়িয়ে পরে। রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলা অনেকটাই পিছিয়ে পড়া জেলা। এখানকার ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে নিজেদের তৈরি করে। সামান্য পরিসরের মধ্যে এমন সাফল্য সত্যি উল্লেখযোগ্য।
অনুপ্রিয়া রায়ের বাড়ি কুশমন্ডি ব্লকের সুবর্ণপুর গ্রামে। পিতা পেশায় একজন কৃষক। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাফল্যে খুশি অনুপ্রিয়া গ্রামের লোকেরা। ৭২ তম পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়াতে অনূর্ধ্ব ১৮ বিভাগে অনুপ্রিয়ার জোড়া পদক অর্জন করে গোটা জেলা বাসির নাম উজ্জ্বল করেছে। এর আগেও অনুপ্রিয়া জেলা স্তরের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য পেয়েছে।
আপনার নিউজের সাথে এ বিষয়ে কথা বলতে গিয়ে অনুপ্রিয়া জানান, " তার এই সাফল্যের পিছনে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং তার অভিভাবকের ভূমিকা অনেকটাই,"। সূত্রের খবর অনুসারে, সোমবারে জেলায় ফিরছেন অনুপ্রিয়া রায়।