সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে, গোটা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুর শহরে আরজি কর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। এদিন বুনিয়াদপুরে ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো বাসস্ট্যান্ডে নির্ধারিত সময়ে অবস্থান-বিক্ষোভে সামিল হন বংশীহারী ব্লক এবং বুনিয়াদপুর টাউন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীগণ। এই কর্মসূচির নেতৃত্ব দেন বংশীহারী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার।
১৬ই আগস্ট আরজি কর কাণ্ডে নির্ভয়াকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে কলকাতার রাজপথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাস্থল থেকে রাজ্যের নেতৃত্ব এবং কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান ১৭ এবং ১৮ আগস্টে দলীয় কর্মসূচি নিয়ে। সেই নির্দেশমতো দক্ষিণ দিনাজপুর জেলা প্রতিটি ব্লকে তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবাদী অবস্থান বিক্ষোভ করা হয়। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়ালের নেতৃত্বে বুনিয়াদপুর শহরে প্রতিবাদ মিছিল এবং সভা করা হয় তৃণমূলে পক্ষ থেকে। সেই সভা থেকে তৃণমূল জেলা সভাপতি জানান, রাজনৈতিকভাবে বাম-বিজেপি পশ্চিমবঙ্গে পরাজিত হওয়ার পরে মৃত্যু নিয়ে রাজনীতি করছে, আরজি কর কাণ্ডের দোষীদের ফাঁসির দাবী প্রথম দিন থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করে আসছেন,'।
রবিবারে বুনিয়াদপুরের এই অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম মজুমদার, বুনিয়াদপুর পৌরসভার উপ পৌর প্রশাসক,বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বংশীহারী এবং বুনিয়াদপুর মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, বংশিহারি ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি সহ তৃণমূল কর্মীগণ। এই কর্মসূচির বিষয়ে পার্থ প্রতি মজুমদার আমাদের জানান, ' দলীয় নির্দেশে আজ আমরা অবস্থান-বিক্ষোভে বসেছি,আরজি কর কাণ্ডের তদন্তভার এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে,রবিবারের মধ্যে দোষীদের সনাক্ত করে ফাঁসির সাজা দিতে হবে এই আমাদের মূল দাবি'।