মালদা: তনুজ জৈন:- শনিবার রাজ্য জুড়ে আরজিকর কান্ডের প্রতিবাদে ব্লক ব্লকে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল।রবিবার আবার নেওয়া হয় ধর্ণা কর্মসূচি। সেখান থেকেই বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। সিবিআই এর তদন্তে সাফল্যের হার কম।অনেক কেস পেন্ডিং আছে।তাই সিবিআই তদন্তে ভরসা নেই। কলকাতা পুলিশ প্রথমে সঠিক ভাবে তদন্ত করছিল।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহীদ মোড়ে তৃণমূলের ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হয় এ দিন।সেখান থেকে এমন বিতর্কিত মন্তব্য করেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী। এদিনের এই ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, দুই ব্লক সভাপতি জিয়াউর রহমান এবং মর্জিনা খাতুন সহ স্থানীয় জন-প্রতিনিধি এবং ব্লক নেতৃত্বরা। সেখান থেকেই স্বপন আলী এমন মন্তব্য করেন। একদিকে যখন তিনি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন।পুলিশের তদন্তকে ভালো বলেছেন।আবার ১৪ আগস্ট রাতে আরজিকর ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন। সাথে তার দাবি সিবিআইকে চাপে রাখতেই তারা আন্দোলনে নেমেছেন। যাতে দ্রুত তদন্ত হয়।যদিও পাল্টা এই মন্তব্যের তীব্র আক্রমণ করেছে বিজেপি।বিজেপিবিজেপি জেলা সম্পাদক রূপেশ আগারওয়ালের অভিযোগ তৃণমূলের মদতে পুলিশ প্রথমে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। চাপা দিতে চেয়েছে এমন একটি ঘৃণ্য ঘটনাকে। তাই হাইকোর্ট সিবিআইকে তদন্ত ভার দিয়েছে। সরকার টাকেই পদত্যাগ করা উচিত।