দিলদার আলী; আপনার নিউজ:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে একটি অনুষ্ঠানের মধ্য কুশমন্ডি ব্লকে সরকারি নিয়ম অনুযায়ী কুশমন্ডি ব্লকে বিডিও দর্শনা সুব্বা বদলি হয়ে কালিম্পং গেলেন। কুশমন্ডি ব্লকে নতুন বিডিও হয়ে এলেন ডক্টর নয়না দে। তিনি আসলেন মুর্শিদাবাদ জেলা ভোগবান গোলা থেকে ।
আজ কুশমন্ডি পঞ্চায়েত সমিতি পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় পুরানো বিডিও দর্শনা সুব্বা এবং নতুন বিডিওকে স্বাগত জানান হয় ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।। এদিন উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, কুশমন্ডি ব্লক তৃণমূল সভাপতি করিমুল ইসলাম কৃষ্ণ বসাক সহ অনেকেই এই বিষয়ে কুশমন্ডি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষ শ্যামল সাহা বলেন, আজ বিদায়ী পুরানো বিডিও কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই বিষয়ে কুশমন্ডি ব্লকে পুরানো বিডিও দর্শনা সুব্বা জানান, আজ সরকারি নিয়ম অনুযায়ী বদলি হয়ে গেলাম আর কুশমন্ডি ব্লকে নতুন বিডিও কে স্বাগত, আমি আশা করব উনি খুব ভালো কাজ করবেন।