বালুরঘাট: আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ডিওএফআই (ডেমোক্রেটিক ওয়েলফেয়ার ফ্রন্ট অফ ইন্ডিয়া) এর পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
বিক্ষোভকারীরা আরজিকর কান্ডের দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানায়। ডিওএফআই-এর পক্ষ থেকে জানানো হয় যে, এমন জঘন্য অপরাধের সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করা হলে, তারা আরও বড় ধরনের আন্দোলনে নামবে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতা বলেন, “আমাদের দাবি স্পষ্ট—আরজিকর কান্ডের দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
বিক্ষোভকারীরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় এবং বিভিন্ন স্লোগান দিয়ে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তোলে। বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে এক স্মারকলিপি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জমা দেওয়া হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।