আপনার নিউজ ডেক্স:- এশিয়া মহাদেশে চীন একসময় জমি আগ্রাসনের দিকে বেশি মনোনিবেশ করত। তবে এই অত্যাধুনিক যুগে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলিকে বর্তমানে চীন ঋণ জালে আবদ্ধ করে ফেলছে। আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চিনা আগ্রাসনের মোকাবিলা করতে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলিকে একছাতার তলায় আনতে বদ্ধপরিকর ভারত। ইতিমধ্যেই চীনের ভয়ানক ঋণ জালে আবদ্ধ হয়ে দেউলিয়া হয়েছে শ্রীলংকা। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন খুব তাড়াতাড়ি সেই পথে হাঁটতে চলেছে পাকিস্তান।
গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের তৃতীয় ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর ভার্চুয়াল সম্মেলন ছিল আজ। আর সেখানে অর্থনৈতিক ও প্রতিকূলতার মোকাবিলায় সবাইকে একত্রিত হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খাদ্য ও শক্তি নিরাপত্তা সমস্যা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবসময়ই অগ্রণী ভূমিকা নিতে প্রস্তুত ভারত।
আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে চিনা আগ্রাসনের মোকাবিলা করতে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশগুলিকে একছাতার তলায় আনতে বদ্ধপরিকর ভারত। ২০২৩ সালের গোড়া থেকে ভার্চুয়াল মাধ্যমে ‘ভয়েস অফ গ্লোবাল সামিট’-এর আয়োজন করে আসছে ভারত। এটি তৃতীয় সম্মেলন। গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত দেশ হিসাবে মোট ১২৩টি দেশ ভার্চুয়াল সম্মেলনে অংশগ্রহণ করলেও উল্লেখযোগ্য ভাবে অনুপস্থিতি লক্ষ করা গিয়েছে চিন ও পড়শি পাকিস্তানের।