UIDAI Recruitment 2024
আপনার নিউজ:- ( Job News) পশ্চিমবঙ্গে বেকার ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর। বর্তমান সময়ে বাংলা জুড়ে প্রচুর শিক্ষিত বেকার যুবক যুবতীরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্যে অনেকে আছেন দীর্ঘদিন ধরে শত চেষ্টার পরেও চাকরি পাচ্ছেন না। সেইসব বেকার যুবক-যুবতীরা পেতে পারেন চাকরি সুযোগ। ভারত সরকারের অধীনত্তে আধার দপ্তর থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি এই নিয়োগের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ূন।
চাকরির পূর্ণাঙ্গ বিবরণ
পদের নাম: আধার দপ্তরের পক্ষ থেকে প্রার্থীদের মোট চারটি পদে নিয়োগ করা হবে যথা –
অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার।
অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার।
সেকশন অফিসার।
টেকনিক্যাল অফিসার।
শূন্যপদের সংখ্যা কত: এখানে মোট ৭ টি শূন্যপদ রয়েছে।
দেখুন বেতন পরিকাঠামো: এই নিয়োগের জন্য প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন বেতন রয়েছে। তাই এই নিয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
দেখেনিন আবেদনকারীদের যোগ্যতা
দেখুন শিক্ষাগত যোগ্যতা: উপরের সব পদ গুলিতে আবেদন করার পারদর্শী হতে গেলে অবশ্যই বিভিন্ন পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। তাই এই বিষয়ে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি পর্যালোচনা করুন।
বয়স সীমা: এই নিয়োগের জন্য আবেদনকারি প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে ৫৬ বছরের ভিতরে হতে হবে।
কীভাবে আবেদন করবেন (UIDAI Recruitment 2024 Apply Prosess)
যে সকল প্রার্থীরা উল্লেখিত পদ গুলিতে আবেদন করার যোগ্যতা অর্জন করে তাদের আবেদন পত্র জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। তারজন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নির্দিষ্ট সাইজের প্রিন্ট আউট বের করতে হবে। তারপর আবেদন পত্রের খালি জায়গা গুলিতে আপনার সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর ওর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি জেরক্স কপি একত্রিত করে সংযুক্ত করতে হবে। এরপর সবকিছু একবার যাচাই করে একটি খামে পুরে উল্লেখিত ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান: Director (HR) Unique Identification Authority Of India (UIDAI) Data Centre Technology Centre Office Complex Plot NO.1 Sector M2 IMT Mansar (Gurugram) Pin – 122050
গুরুত্বপূর্ণ তারিখ: এই নিয়োগের জন্য আগ্রহ প্রার্থীদের আবেদন পত্র দাখিল করতে ০৭/১০/২০২৪ তারিখের মধ্যে।